-->

কবিতাঃ অংশুমান কর




রঙ

একজন বিষণ্ণ মানুষ কোথাও যেন একটুখানি লজ্জিত মানুষ।
দিনান্তে তিনি ভাবেন
প্রত্যুষে অতখানি নরম না-হলে
হয়তো আঘাত কম পেতেন।
দ্বিপ্রহরে রুদ্ররূপে প্রকাশিত না-হলে
হয়তো দুঃখ কিছু কম হত।
একজন বিষণ্ণ মানুষ কোথাও যেন একটুখানি লজ্জিত মানুষ।
অনেকটা গোধূলির মতো।

মলিন আর লাল।



ছবিঃ অনুষ্টুপ লাই

9 comments:

  1. মন ছুঁয়ে গেল

    ReplyDelete
  2. ভারী সুন্দর। শেষ দুটি লাইন.."অনেকটা গোধূলির মতো। মলিন আর লাল।" কি অপূর্ব।

    ReplyDelete
  3. ভারি মিষ্টি, ঠিক গোধূলির মতো

    ReplyDelete
  4. ভীষণ, ভীষণ ভালো লাগলো কবিতাটা।

    ReplyDelete
  5. খুব ভালো লাগলো

    ReplyDelete

একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর হোসেন ...