-->

কবিতাঃ বিপুল চক্রবর্তী




অসুখ 
.
সারাদিন বিষাদে কেটেছে 
.
এখন সন্ধ্যায় 
সাত শো টাকার বিনিময়ে 
সাময়িক ভালো লাগা
.
ডাক্তার বললেন ---
খুব ভালো আছেন আপনি...
.
কিন্তু ভালো নেই, আমি ভালো নেই
.
সারারাত 
ঘুমোতে পারি না
সারাদিন 
বিষাদ বিষাদ 
.
চোখ বুজলে 
মন্ত্রী-সান্ত্রী-উজির-কোটাল
শিশুখুন --- পাচার --- ধর্ষণ  
.
চোখ খুললে 
নিউজ চ্যানেলে 
সেই একই --- সেইসব --- সেই-
.
ডাক্তারকে এসব কথা বলতে পারি না...

.
কি ভোর না সন্ধ্যা, জানি না 
শুধু জানি 
দু'হাতে কুয়াশা ঠেলে ঠেলে 
তুমি আসছ...
.
সামনে দিন না রাত্রি, জানি না 
.
শুধু জানি 
দু'পায়ের রাস্তা ঠেলে ঠেলে 
তুমি আসছ...

.
সাতদিন 
হাসপাতালের বেড-
শুয়েছিলাম
.
এখন 
আরও সাতদিন 
শুয়ে আছি বাড়ির বিছানায় 
.
শুয়ে শুয়ে 
বেড আর বিছানার মধ্যে  
অমিল ঠিক কী, ভাবছি 
.
একটি শিশু 
আমার ভাবনায় এসে 'সে পড়ল 
রংপেন্সিলে আঁকতে শুরু করল 
.
তার স্বপ্নের বাড়ি
তার স্বপ্নের শহর, রাস্তাঘাট, পার্ক
উড়তে-থাকা পাখি আর লাল নীল অজস্র বেলুন...

.
শীতের কুয়াশা ঢাকা নদী
.
অস্পষ্ট, নীলচে একটা মাছরাঙা সহ 
নিষ্পত্র গাছের শাখাটিও ঝুঁকে আছে
সেই দিকে
.
দূরে গান বাজে
গান বিসর্জনের, না কি কোন 
পুনরুজ্জীবনের কথাও বেজে চলে   
.
বয়ে চলে নদী 
শুধু অমীমাংসিত প্রশ্নের বোঝা নিয়ে 
'লে যেতে হয় --- 'লে যেতে হবে আমাদের...

ছবিঃ অনুষ্টুপ লাই

2 comments:

  1. অশেষ ধন্যবাদ জানাই অভিজিৎ ঘোষ সহ স্পার্টাকাস-এর সঙ্গে যুক্ত অন্যান্য বন্ধুদের। আন্তরিক শুভেচ্ছা জানাই।

    ReplyDelete

একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর হোসেন ...