-->

কবিতাঃ অঞ্জন দাস


দিন পেরোলেই তুমি প্রথম বৈশাখ

 শ্যাম্পেন রঙের আকাশ আর রাধাচূড়া
নেশাঘোরে অন্ধকার নামতে দেখেছে

মাথা থেকে উড়ে যাচ্ছে পাতা

বিগত যত্নদিনের ডাকবাক্স
প্রথম বৈশাখে
ন্যড়া পোড়ানোর আনন্দে পোড়ালে চিঠি
এই নিয়ে কত কথা উঠেছিল

বলেছিলেন
আর একটি শহর এগুবে এগুবে মধুক্ষরা কাঁথি

জমে ক্ষীর একটি টেলিফোন

সকাল পেরোতেই দেখি
পুকুরের পাঁক প্রিয় গাছে
গলদ গোড়ায়  উর্বরতা শেখাচ্ছে রোদ

প্রথম বৈশাখ
শ্যাম্পেন রঙের আকাশ আর রাধাচূড়া
বদলে গিয়েছে
বদল হয়েছে গোলাপী ডাকবাক্সের

দিন পেরোলেই তুমি প্রথম বৈশাখ


তমালিকা

জলবাতাসের গায়ে লেগে আছে আহুতি অর্জন
তার বিকেলের ত্বক
পুরনো চিঠির পাতা

 ছেঁড়ো মেঘ

রংতুলি চমৎকৃত চোখে
আর একবার পিপাসা ছড়াবো
জড়ানো আবদ্ধ ঘুমে
গাছেরা দেখে নেবে তার প্রিয় ফুল
যেকোনো বিপর্যয়ে ফোটাবার পর

পুরনো বছরের চাতক অঙ্কুর
জলবাতাসের গায়ে ছড়াবে প্রশাখা
অজ পাখিদের গানে  আমাদের যকৃত
ভরে যাবে বৃক্ষ পৃথিবীর আহার্য ফলাদি

একদিন
ভুলে যাবো তমাল মায়ের জলদাগ
শুধু ছায়ায় পেরবো পথ সমুদ্রের দিকে

সেলফি

তোকে নিয়ে যাই চল তার অবহেলা
কিশোরী বুকের খাদে পিপড়ে নেমেছে
ইউটূবে সার্চ করি  লোডিং ত্রিফলা
লাফিং সিনেমা আলো চোখেরা থেমেছে

লোহা যুবকের গায়ে  হরিদ্রা জোনাকি
তোর মিল ছাঁকে চর স্টার হটস্টার
ওয়াই ফাই এন্টেনা ঠাকুর পিনাকী
তাঁর কবিতায় তোর ফেসবুক ভার

ভরাট বুকের  কুহক তোর ঝোপজল
বিড়লা বিল্ডিং তোলে সেলফি চন্দ্রিমা
বসন্ত বাগানে নামে আমার সপিং মল
চল তোকে কিনে রাখি ফুরোই দ্রাঘিমা

No comments:

Post a Comment

একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর হোসেন ...