-->

কবিতাঃ অমরশঙ্কর দত্ত





অমরশঙ্কর দত্ত
 
(২০/১০১৯৩৮ — ১৫/০৯/১৯৯৮)
[ অমরশঙ্কর দত্ত থাকতেন পুরুলিয়া জেলার মানবাজারে। সম্পাদনা করেছেন ‘জঙ্গলমহল’ পত্রিকা। প্রকাশিত বই ‘দিনকাল’ (‘তিন ভুবন’ সংকলেনের অংশ), ‘ভোটরঙ্গ’ (ছড়া), ‘নির্বাচিত কবিতা’।
 কবিপুত্র সন্দীপ দত্তর সহায়তায় অমরশঙ্কর দত্তর দুটি কবিতা প্রকাশিত হল। অনিন্দ্য রায়]


বিবৃতি

যাঁরা ঘুরিয়ে ফিরিয়ে কেবলই কুশল প্রশ্নাদি
                           জিগ্যেস করেন
                           তাদের বলবেন-
আপনাদের সুখ চিরস্থায়ী হোক। স্বাস্থ্যবতী স্ত্রী
লম্পট বন্ধু ক্রুদ্ধ অফিসার এবং
                           বিনয়ী দোকানদার

আপনার সহযাত্রী।
কেমন আছি প্রশ্ন শুনলে আমার মাথার শিরাগুলো
চৌরঙ্গীর মতো চঞ্চল হয়ে ওঠে।
                           কেমন থাকবো
সেটা আমার রক্তের ভিতর যেমন করে বাজে
                           আমি জানি
অন্য কোন হৃদয়ে তার ছায়া নেই, স্পর্শ নেই,
                           স্মৃতি নেই।

আমাকে ঘিরে, সমস্ত কিছু, সমান্তরাল রেখার মতো
                           আমারি জন্য নিরপরাধ।

অনন্যোপায়

ভয়ের মূর্তিগুলোকে ঝাঁপবন্ধ করে
                           বাহবা পাবে
                           তেমন নয়-

ভিতরে ঘূর্ণির দাপট
              থেকে থেকে
জমানো বরফ সব গলিয়ে নিচ্ছে;

বরং পারো তো পিছন ফিরে তাকাও
দেখ নির্গমনের কোন সুড়ঙ্গ
খোলা রেখেছো কিনা

‘জিগ্যেস’ করো
যে তোমাকে অতো সহজে প্রবেশাধিকার
দিয়েছিল
সে কেন
বসে-বসে-বসে-বসে
তোমার জন্য কবর খুঁড়ে রাখছে।

No comments:

Post a Comment

একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর হোসেন ...