-->

কবিতা: পঙ্কজ চক্রবর্তী




পাটিগণিত

এবং বৃশ্চিক রাশি,গৌরবর্ণ, সুষম সংসার
পক্ষপাতদুষ্ট এক সরল জ্যামিতি
মানের উর্ধ্বক্রমে গণিতজ্ঞের অসুখী দাম্পত্য জীবন

স্বপ্নলব্ধ পুরুষের দেহ আজ অভিশপ্ত মাংসের ভণিতা

অভিবাদন জানাতে এসে দেখা হল নির্বিকার শোক
এখনো লুকিয়ে আছে রতিমগ্ন আঙুলে মেঘের ফসিল


স্বপ্ন

সরল বালকের মুগ্ধতা কিছুদিন
তারপর রোদের ভিতর বালি পড়ে থাকে
নৌকো আসে না
সাঁতারের পরিযায়ী ঘুম

মাঠের ওপারে রাত্রি

উঠোনে দাঁড়ানো এক কুকুরের ছায়া
গড়িয়ে চলেছে

বিবাহের আগে
মায়ের ছবির সিঁদুর হত্যাদৃশ্য লেখে
আমি এসেছি এই অপরাধ


ছবিঃ অনুষ্টুপ লাই

No comments:

Post a Comment

একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর হোসেন ...