-->

কবিতাঃ অনুষ্টুপ লাই





আগুন
            
অন্তত একটা . . .

খামখেয়ালি ঝড়ে
অন্ধকার ঘর
অসহায়
একা

অন্তত একটা . . .

স্যাঁৎসেতে বারুদ খসে যায়
মচকে যায় কাঠি
অনভ্যাসে বদলায়
স্বভাব

অন্তত একটা  . . .

হঠাৎ  লোডশেডিং-
মিশমিশে শহর
নিঃসঙ্গ
একা

অন্তত একটা  . . .
অন্তত একটা কাঠি . . .

গন্ধ
            
বাপি মানে বাবা রঙ তুলি দিয়ে লিখত
সাইনবোর্ড,ফেস্টুন,পোস্টার,হোর্ডিং . . .
রঙ কেরোসিনের গন্ধ দিনের পর দিন
সঙ্গী ছিল বাপির।
রাতে বাপির পাশে শুয়ে
গন্ধে হারিয়ে যেতাম
ঘুমিয়ে পড়তাম গন্ধে হারিয়ে
গন্ধ পেতাম ঘুমের মধ্যেও
গন্ধ পেতাম আমাদের
খাবারে, জামায়, স্বপ্নে . . .


আজ আমি স্কুলে পড়াই
বাপিকে আর রঙ ঘাঁটতে হয় না
তবুও বাপির হাতে রঙ কেরোসিনের গন্ধ পাই
রঙ কেরোসিনের গন্ধ পাই
আমার পড়াশুনায় আমার পড়ানোয়।
আমার বউ মেয়ে আমার হাতে
রঙ কেরোসিনের গন্ধ পায় না
গন্ধ পায় না চকেরও।

স্বাদ
               
সবুজ পুরনো রেডিওটা
আর বাজায় না কেউ
বাজত আমার ছোটবেলায়
মা গান শুনতো
ছোট্ট থালায় খেতাম আমি
পুরনো গানের স্বাদ
খাবারে মিশে যেত।

আমি এখন বাবা
মোবাইল-ল্যাপটপে গান চলে
ছোট্ট থালায় ভাত খায় আমার মেয়ে
গানের স্বাদ মিশে যায় খাবারে

মোবাইল-ল্যাপটপটাও বাজবে না একদিন
আমার মেয়ে যখন মা হবে
ছোট্ট থালায় ভাত খাবে তার সন্তান
তার খাবারেও মিশবে গানের স্বাদ  . . .

মসনদ
           
রূপকথার গল্পে
রাজকুমার মানেই
দুঃসাহসিক অভিযান
দুর্গম পথ
দৈত্যের সাথে যুদ্ধ
আর সবশেষে
জয়
রাজকন্যা
অর্ধেক রাজত্ব
রূপকথার রূপকথা . . .

রাজকুমার
দুর্গম পথ
গণতন্ত্রের উৎসব
সেই যুদ্ধ
সেই দৃঢ় সংকল্প
আর সবশেষে

তিন খণ্ড লাশ
আত্মহত্যার অপবাদ
আর . . .

রূপকথার রাজকুমার
আজ রূপকথা . . .


ছবিঃ অনুষ্টুপ লাই

No comments:

Post a Comment

একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর হোসেন ...