-->

কবিতাঃ প্রসেনজিৎ চন


প্রতীক্ষা

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদ ভরল বানে,
হঠাৎ করে তোর জন্য কাব্য এলো মনে।
জানলা খোলা সবুজ পাখি মেঘলা বনে বাস--
আজও নাকি কারও জন্য একলা হতে চাস ?

একটা কবিতার জন্য

একটা কবিতার জন্য
ভাঙা ওই মন্দিরটার কাছে থমকে গিয়েছিলাম কিছুক্ষন;/
পিছন ফিরে হেসেছিল ওরা
আমায় কিছু না বলে।
ওদের সাথে সমান হব বলে;
তৎক্ষণাৎ পিছুটান ঝেড়ে ফেলে,
তাড়াতাড়ি মিশে গেলাম ওদের দলে।

দুপুর গড়িয়ে এল।
রোজগার মতো আষাঢ়ে গল্প বানাতে বানাতে /
মন্থর হয়ে এল ওরা।
আর একটা কবিতার জন্য
এবার পিছন ফিরে আমি বললাম--
                                    'এসো'
তখনও হেসেছিল ওরা।

শব্দ

হাজারো শব্দের অভিসার
আমাকে আজ শেখায়,
কামড়ায়--
নিভৃতে জ্বলে মরি নিরপরাধ বিষে
তবু তুমি ভাববে না বিশল্যকারণী জন্মায় আর কিসে কিসে ?

নতুন শব্দের জন্য এসো
অবসরে মুখোমুখি বসো।

No comments:

Post a Comment

একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর হোসেন ...