-->

কবিতাঃ প্রদীপ সিংহ




প্রসঙ্গান্তর                  

প্রসঙ্গক্রমে অশ্ব আসিয়া পড়িবে
একথা ঘূণাক্ষরেও ভাবি নাই

গ্রন্থনার আড়ালে সমস্তই চাপা পড়িয়া ছিল
হ্রেসাধ্বনির ভিতর যে এত গতি আছে
কে জানিত ?

বহুদিন পর বন্ধ আলমারিটি খুলিলাম
সবকিছু যেমনকার তেমনই আছে

বাহিরে সজিনাগাছ হইতে কাক ডাকিয়া উঠিল

কাহার কথা যেন স্মরণে আসিয়াও
ফের মনের অতলে হারাইয়া গেল


জলের কথা কহিলাম অনেক
কিন্তু পিপাসার কথা কহিতে পারিলাম না

আমার পিতা , পিতামহ , তাঁহার পিতামহ
আমরা এই ধানক্ষেতটির পাশে
পুরুষাণুক্রমে পাথর হইয়াছিলাম

কলেজে একবার তোমার পেন্সিল হারাইয়াছিল ,
শুনিয়াছিলাম

শৈশবোচিত এই ঘটনাটি ঘটিতে ঘটিতে
কলেজের প্রথমবর্ষ হইয়া গেল
যখন সামান্য পেন্সিল হারাইয়া রোদনের সময়
উত্তির্ণ হইয়াছে বহুকাল

অনেক হাসির ভিতর এই ঘটনাটি কিন্তু
এখন আর বৃথা বলিয়া মনে হয় না

No comments:

Post a Comment

একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর হোসেন ...