-->

কবিতা: তাপস ওঝা



অনেকগুলো দিন

বাইরেটা ভেতরে আসছে না
                অনেকগুলো দিন
অন্তহীন ভয়  নাগাড়ে   ভেতরে আসছে
                                  অনেকগুলো দিন
খড়ের চালের একদিক থেকে
অন্যদিকে শুধু শুধু চলে যাচ্ছে
       সংখ্যাহীন সূর্য, সেও অনেকবার হল
নির্মল আকাশ থেকে গুচ্ছ গুচ্ছ সূর্য
ডুবে যাচ্ছে ঘরের পাশের আয়ত পুকুরে
                                      অনেকদিন ধরে
আলো অন্ধকারের মতো কালো
অন্ধকারও ঠিক অন্ধকারের মতো
অনেকদিন ধরে

বাইরেটা ক্রমশ অচেনা লাগছে
অনেকগুলো দিন ধরে



নৈপুণ্যে

একটি মশার মৃত্যু দেখে     অন্য মশা
জেদী হয়ে ওঠে -
মারা যায় সেও
এত মৃত্যু মানে না সকলে
মশাদের নৈশসভা বসে গাছের পাতায় পাতায়
ঠিক হয়
শব্দহীন হতে হবে
ওরা মেনে নেয় মানুষেরা শব্দভেদী
অন্ধকারে শব্দের উৎসে আক্রমণ করে
                                               মানুষেরা


নৈপুণ্যে ভাইরাস হতে চায় তারা।

2 comments:

একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর হোসেন ...