-->

কবিতাঃ দীপ্তিমান কর





রেলগাড়ি

জানালার শিক ধরে যে
দেখছে প্রজাপতি
ড্যাব ড্যাবে তার চোখে
স্বপ্ন ছিলে তুমি
মজা হবে খুব
জানে সে এখন ছুটির সময়
বানিয়ে দেবে দোলনা
পেয়ারা গাছের ডালে
কিম্বা কাগজ মুড়িয়ে ন্যকড়ায়
তৈরি করবে বল।

হুইসেল পাওনি শুনতে
ক্লান্ত শরীর হাঁটা পথে
স্বপ্নে নিবিড় ঘুমন্ত চোখে
রাষ্ট্র শকট চলে
বুক চিরে

দরজার কোনে দাঁড়িয়ে
এখনও সে
এবারের চড়ক মেলায়
বলেছিলে রেলগাড়ি
দেবে কিনে...

প্রতিশোধ

থম মেরে গেছ
কখনো তাকিয়ে আছ জানালা দিয়ে
কখনো বা গালে হাত দিয়ে মেপে নিচ্ছ
খোঁচা খোঁচা দাড়ির ঘনত্ব

বিষাদ কাবু করেছে তোমাকে
আর হয়তো বিদ্বেষ, অবিশ্বাস
ভাবছ ভুল গুলোর কথা
ভাবছ পার হবে অসময়

এই ছটফটানির দিনে
শুধু মনে রেখ
শাসন করেছ যাকে ক্ষত দিয়ে
সে তোমার থেকে ছোট নয়...


অহংকার

ডানা যখন বানিয়েই ফেলেছ
ঘর বাঁধ গাছের নিবিড়ে
বয়ে যাওয়া জলে ভেজাও পালক
পাখি হয়ে যাও

ভোরের আলোয় আর সন্ধ্যের আঁধারে
ভাসুক
কমিউনের গানগুলি

ছবিঃ অনুষ্টুপ লাই

No comments:

Post a Comment

একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর হোসেন ...