-->

কবিতাঃ ইন্দর মুখার্জী

গুহ্য পাঠ
               

তোমার আমার কবিতা ছুটুক উটকো গলিতে
 যেখানে রোদ তাকায় না,কবিতা আলগা বাতাস হয়
 রোজকার ঘটি চালাচালির খুচরো ফাঁকে
 কবিতা চুপটি পা রাখে এককোণে
আলাপ জমায় সবার সাথেই  সবার অগোচরে
ধীরে ধীরে রং ওঠা কালচে আস্তিনের তলায়
 একটু করে  মায়া জমতে থাকে
আস্তে আস্তে একদিন
ওই তেলচিটচিটে  ছুটকো লোকগুলো
তাদের পাগলামি ছিটোয়,মাখিয়ে দেয়
এমতাবস্থায় আশে পাশে জলসংকটের দরুণ
ফরিয়াদি সংখ্যা বাড়তে থাকে
গুণীজন ভ্রু কুঁচকে তাদের ডালি সাজান
বিদূষী ছাইদানি প্রস্তুত করেন
সব দেখে সব শুনে বিচারক প্রশ্ন তুললে
ঈশ্বর   আর থাকতে না পেরে বলে উঠেন
 হে ধর্মাবতার,ওরা জানে না ওরা কি অপরাধ করেছে
ওদের ক্ষমা করুন
এই কথা শোনা মাত্র আশ্বস্ত বাতিল কাগজ বিক্রেতা
হাত কচলে দাঁড়িপাল্লায় প্রশান্তি বারি চাপান
আর ওই একই কথা
হ্যাঁ আর ওই একই কথা শোনা মাত্র
 বাইরে চিড়বিড় রোদ্দুরে দাঁড়িয়ে থাকা
মুটে হকার জুতোর দোকানের কর্মচারী
প্রত্যেকে নিজেকে আড়ালে  বলে ওঠে

ভাগ্যিস!

No comments:

Post a Comment

একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর হোসেন ...