-->

কবিতাঃ সুব্রত চেল



কয়েকটা পঙক্তিছাড়া কিছু না
 আমাকে নিয়ে হুল্লোড় করো না
               ছিলাম এতো সত্যি।
ছায়ায় ও পড়েছে মাটিতে
ঝরাপাতারা ঝরে পড়তে ক্সুর করেনি।
আনন্দ হয়েছে মাঠ ভর্তি ধানের ছোঁয়ায়।
নদীর জলে পা ডুবিয়ে পার হয়ে জানান দিয়ে এসেছি
                                                                  আছি

 হাত বাড়ালে ধরতে না পারো
যা পেলে তা যথেষ্ট কিনা সূর্য ডোবার আগে ভেবে নাও

 পূর্ণিমা
 একটা শব্দকে নিয়ে আমি বেশ ফাপরে পড়েছি।
যেখানে বসাতে চাইছি
          সেখানেই জায়গা হচ্ছে না।

কারো কারোই পছন্দ নয় তাকে নেওয়ার।
তাকে না বসাতে পারলে কবিতাটিই ইন কমপ্লিট।
কবিতাটি থেকে যতটুকু আলো ঝরে পড়ার কথা
                    তার দেখা নেই,

কবিতাটি থেকে যতগুলি রঙের ফুল
               ফুটে উঠার কথা সেগুলি বেপাত্তা

এ এক অদ্ভুত অসহযোগ আন্দোলন।


ছবিঃ অনুষ্টুপ লাই


1 comment:

একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর হোসেন ...