-->

কবিতাঃ রঞ্জন আচার্য




খিদের দুপুর
    

দুপুরে খাসি, তারপরে ঘুম
ভালোই আছো বেশ
ঘরের ভেতর তুলছো ঢেকুর
বাইরে ছদ্মবেশ...

ভালই চলছে দেশ আমার
ভালই চলছে দেশ
দুপুরে হরেক চর্বচোষ্য
বাইরে ছদ্মবেশ...

নেতার হাতেই বাজছে সেতার
হরেক করুণ সুর
ত্রাণের নামেই চলছে নাটক
                    কুযুক্তি ভরপুর

তোমার দুপুর আমার দুপুর
দুটোর দুটো মানে
তোমার দুপুর ঢেকুর তোলে
আমার দুপুর জানে!

গরীব দুপুর শেষ হয়ে যায়
                    খিদের মৃত্যুবাণে...


ছবিঃ জয়নাল আবেদিন

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ঠিক। নির্মম অথচ চির বহমান এই সত্য...

    ReplyDelete

একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর হোসেন ...